হাঁটুভাঙ্গা ডিগ্রী কলেজের মফিজ স্যার, খুবি বদমেজাজি একজন লোক, পুরো
কলেজে বদমেজাজের জন্য উনি সেইরাম বিখ্যাত। মাথা অর্ধেক টাকলা, চোখে পরে
মোটা চশমা, মাথায় চুল নাই, কিন্তু নাক আর কানের ফুটা দিয়া জালি লাউয়ের ডগার
মত বাকা বাকা চুল ঠিকই উকি মারে।
মফিজ স্যার ক্ল্যাসে আদর্শ নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পরাইতাছে, এমন সময় ক্ল্যাসের সবচেয়ে লাজুক ছেলে মাহফুজের ভীষণ প্রস্রাব পায়। কিন্তু সে লজ্জায় দাঁড়াইয়া অনুমতি নিতে সাহস করছে না। একেতো সে খুব লাজুক, তার উপরে ক্ল্যাসে অনেক গুলা সুন্দরী মেয়ে আছে।
মাহফুজ ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে মফিজ স্যারের কানের কাছে যাইয়া কয়= “ স্যার আমার এক নাম্বার পাইছে”
মফিজ স্যার বিকট আওয়াজে চিৎকার দিয়া কয়= “ত কি আমার কানে করবি?”
এই কথা শোনার পর মাহফুজ সক হাসান রক
।
।
।
।
।
বিদ্রঃ হাঁটুভাঙ্গা ডিগ্রী কলেজে কোন টয়লেট নাই, সুতরাং মূত্র বিসর্জন করুন গণ শৌচাগারে, মাত্র পাঁচ টাকায়। টিকিট নিয়ে প্রবেশ করুন, টিকিট নিয়ে বাহির হন।
হাসানুর রহমান
মফিজ স্যার ক্ল্যাসে আদর্শ নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পরাইতাছে, এমন সময় ক্ল্যাসের সবচেয়ে লাজুক ছেলে মাহফুজের ভীষণ প্রস্রাব পায়। কিন্তু সে লজ্জায় দাঁড়াইয়া অনুমতি নিতে সাহস করছে না। একেতো সে খুব লাজুক, তার উপরে ক্ল্যাসে অনেক গুলা সুন্দরী মেয়ে আছে।
মাহফুজ ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে মফিজ স্যারের কানের কাছে যাইয়া কয়= “ স্যার আমার এক নাম্বার পাইছে”
মফিজ স্যার বিকট আওয়াজে চিৎকার দিয়া কয়= “ত কি আমার কানে করবি?”
এই কথা শোনার পর মাহফুজ সক হাসান রক
।
।
।
।
।
বিদ্রঃ হাঁটুভাঙ্গা ডিগ্রী কলেজে কোন টয়লেট নাই, সুতরাং মূত্র বিসর্জন করুন গণ শৌচাগারে, মাত্র পাঁচ টাকায়। টিকিট নিয়ে প্রবেশ করুন, টিকিট নিয়ে বাহির হন।
হাসানুর রহমান
No comments:
Post a Comment
comment