গত ক্লাসে নবনিতার সাথে ডেমন এর কথা কাটাকাটি হয়, সেটা নিয়েই ডেমন একটু
চিন্তিত। অল্পের জন্য হাতাহাতির পর্যায় যায়নি। কিন্তু ডেমন এর ইবা কি দোষ,
নবনিতা সবার সাথেই এমন খারাপ ব্যবহার করে। ক্লাসের সবচেয়ে সুন্দরী এবং রাগি
মেয়ে, সেই জন্য নবনিতার একটু ভাব বেশি। তার উপরে কলেজের ছাত্র সংসদের
মহিলা নেত্রী। পা যেন মাটিতেই পড়ে না। সবার সাথে যাচ্ছে তাই ব্যবহার। নতুন
এক ছাত্রকে কিছুদিন আগে চরম ভাবে রেগিং দিয়ে অপদস্ত করে। নবনিতার থেকে যত
দূরে থাকা যায় ততই ভালো। আজ ক্লাসে নবনিতার কাছে সরি বলে ক্ষমা চাইতে হবে।
আর নতুন কোন ঝামেলায় জড়াবে না ডেমন।
.
.
***
ক্লাসে একটা নীল শাড়ী পরে আসে নবনিতা, আজ তাকে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে, ক্লাসের সবাই নবনিতার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার সেদিকে কোন খেয়াল নেই, এসেই সোজা ডেমন এর পাশে গিয়ে বসে, ডেমন কিছুটা দূরে সরে যায়। ডেমন নবনিতাকে ডাক দেয়= নবনিতা
নবনিতা= কি??
ডেমন= আজকে তোমাকে ফাটাফাটি লাগছে
নবনিতা= কি বললি তুই! আমাকে ফাটাফাটি লাগছে, চড়াইয়া তর সব গুলা দাঁত ফেলে দিব।
ডেমন= সরি সরি, মনে হয় আমার কথা তোমার পছন্দ হয় নাই, মনে হয় আমার শব্দ চয়ন ঠিক ছিলনা।
নবনিতা= তরে মাইরা আজকে শব্দ চয়ন সিখামু। ফাজিল তুই ওয়েট কর। তর কপালে আজকে শনি আছে। (নবনিতা আজকে আগে থেকেই ঠিক করে রেখে ছিল, যে কোন কোন ভাবে ডেমনকে সাহেস্তা করবে)
ডেমন= কি করবে তুমি??
নবনিতা= JUST WAIT AND SEE. তারপর দেখ তরে কি করি।
ডেমন= তোমার মোবাইলে টাকা আছে??
নবনিতা= কেন??
ডেমন= পাঁচ দশ জন লোক নিয়ে আসো আমাকে মারার জন্য।
নবনিতা= তোর কাছে কি মনে হয়, তোকে মারতে পারবো না।
ডেমন= আরে পারবে না কেন?? পাঁচ দশ জন মিলে একজন কে মারা কি কোন ব্যাপার নাকি।
নবনিতা = তোকে মারতে এতো জন লাগবে না। এই বলে নবনিতা মোবাইল বের করে কলেজের এক ছাত্র নেতার সাথে কথা বলতে থাকে।
.
এমন সময় ডেমন নবনিতার ঘাড়ের কাছে নিজের মাথা নিয়ে বুক ভোরে নবনিতার শরীরের গন্ধ শুঁকে নেয়। সাথে সাথে নবনিতা বলে উঠে= এই বেয়াদবের বাচ্চা, তোর কত বড় সাহস।
ডেমন=. তোমার শরীরের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে, তোমারে খেতে হেব্বি টেঁসটি হবে ডেয়ার।
নবনিতা= তোর এই ডারটি জোক্স এর জবাব আমি দিব, ওয়েট কর।
ডেমন= হুম, দেখি নারী নেত্রীর কত জোর
.
.
**
ক্লাস শুরু হয়ে যায়, ডেমন আর নবনিতা দুজনেই ক্লাসে মনযোগী হয়। কিছুক্ষন পড়েই নবনিতা ক্লাস থেকে বের হয়ে ওয়াশ রুমের দিকে যায়। ডেমন ও পিছনে পিছনে ক্লাস থেকে বের হয়ে যায়। কিছু দূর যাবার পর একটা নির্জন যায়গায় নবনিতাকে পেছন থেকে ডাক দেয়= নবনিতা একটু দাড়াও।
.
নবনিতা পিছনে তাকিয়ে দেখে ডেমন। বিদ্যুৎ গতিতে নবনিতার সামনে গিয়ে দাড়ায়। ডেমন এর দ্রুতগামিতা দেখে নবনিতা ভয় পেয়ে যায়। কোন কিছু ভাবার আগেই ডেমন নবনিতার ঘারে একটা কামড় বসিয়ে দেয়। মৃত্যু জন্ত্রনায় নবনিতা কয় একবার গঙ্গিয়ে উঠে কিন্তু গলা দিয়ে কোন আওয়াজ বের হয় না, চোখ গুলো কোটরের বাইরে বের হয়ে আসে, নবনিতার চোখে সব কিছু ঝাপসা হয়ে উঠে, কয়েক মুহূর্তের মধ্যে শরীরের সমস্ত রক্ত শুষে ফেলে। ডেমনের ঝকঝকে সাদা দাঁত রক্তে লাল হয়ে যায়, দুই পাশের লম্বা সুচালো দাঁত থেকে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পরতে থাকে। নবনিতার মাথায় একটা চুমু দিয়ে তার নিষ্প্রাণ দেহ মাটিতে ফেলে দিয়ে বলতে থাকে। = ভেম্পায়াররা কখন ডারটি জোক্স করে না।
.
.
***
ক্লাসে একটা নীল শাড়ী পরে আসে নবনিতা, আজ তাকে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে, ক্লাসের সবাই নবনিতার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার সেদিকে কোন খেয়াল নেই, এসেই সোজা ডেমন এর পাশে গিয়ে বসে, ডেমন কিছুটা দূরে সরে যায়। ডেমন নবনিতাকে ডাক দেয়= নবনিতা
নবনিতা= কি??
ডেমন= আজকে তোমাকে ফাটাফাটি লাগছে
নবনিতা= কি বললি তুই! আমাকে ফাটাফাটি লাগছে, চড়াইয়া তর সব গুলা দাঁত ফেলে দিব।
ডেমন= সরি সরি, মনে হয় আমার কথা তোমার পছন্দ হয় নাই, মনে হয় আমার শব্দ চয়ন ঠিক ছিলনা।
নবনিতা= তরে মাইরা আজকে শব্দ চয়ন সিখামু। ফাজিল তুই ওয়েট কর। তর কপালে আজকে শনি আছে। (নবনিতা আজকে আগে থেকেই ঠিক করে রেখে ছিল, যে কোন কোন ভাবে ডেমনকে সাহেস্তা করবে)
ডেমন= কি করবে তুমি??
নবনিতা= JUST WAIT AND SEE. তারপর দেখ তরে কি করি।
ডেমন= তোমার মোবাইলে টাকা আছে??
নবনিতা= কেন??
ডেমন= পাঁচ দশ জন লোক নিয়ে আসো আমাকে মারার জন্য।
নবনিতা= তোর কাছে কি মনে হয়, তোকে মারতে পারবো না।
ডেমন= আরে পারবে না কেন?? পাঁচ দশ জন মিলে একজন কে মারা কি কোন ব্যাপার নাকি।
নবনিতা = তোকে মারতে এতো জন লাগবে না। এই বলে নবনিতা মোবাইল বের করে কলেজের এক ছাত্র নেতার সাথে কথা বলতে থাকে।
.
এমন সময় ডেমন নবনিতার ঘাড়ের কাছে নিজের মাথা নিয়ে বুক ভোরে নবনিতার শরীরের গন্ধ শুঁকে নেয়। সাথে সাথে নবনিতা বলে উঠে= এই বেয়াদবের বাচ্চা, তোর কত বড় সাহস।
ডেমন=. তোমার শরীরের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে, তোমারে খেতে হেব্বি টেঁসটি হবে ডেয়ার।
নবনিতা= তোর এই ডারটি জোক্স এর জবাব আমি দিব, ওয়েট কর।
ডেমন= হুম, দেখি নারী নেত্রীর কত জোর
.
.
**
ক্লাস শুরু হয়ে যায়, ডেমন আর নবনিতা দুজনেই ক্লাসে মনযোগী হয়। কিছুক্ষন পড়েই নবনিতা ক্লাস থেকে বের হয়ে ওয়াশ রুমের দিকে যায়। ডেমন ও পিছনে পিছনে ক্লাস থেকে বের হয়ে যায়। কিছু দূর যাবার পর একটা নির্জন যায়গায় নবনিতাকে পেছন থেকে ডাক দেয়= নবনিতা একটু দাড়াও।
.
নবনিতা পিছনে তাকিয়ে দেখে ডেমন। বিদ্যুৎ গতিতে নবনিতার সামনে গিয়ে দাড়ায়। ডেমন এর দ্রুতগামিতা দেখে নবনিতা ভয় পেয়ে যায়। কোন কিছু ভাবার আগেই ডেমন নবনিতার ঘারে একটা কামড় বসিয়ে দেয়। মৃত্যু জন্ত্রনায় নবনিতা কয় একবার গঙ্গিয়ে উঠে কিন্তু গলা দিয়ে কোন আওয়াজ বের হয় না, চোখ গুলো কোটরের বাইরে বের হয়ে আসে, নবনিতার চোখে সব কিছু ঝাপসা হয়ে উঠে, কয়েক মুহূর্তের মধ্যে শরীরের সমস্ত রক্ত শুষে ফেলে। ডেমনের ঝকঝকে সাদা দাঁত রক্তে লাল হয়ে যায়, দুই পাশের লম্বা সুচালো দাঁত থেকে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পরতে থাকে। নবনিতার মাথায় একটা চুমু দিয়ে তার নিষ্প্রাণ দেহ মাটিতে ফেলে দিয়ে বলতে থাকে। = ভেম্পায়াররা কখন ডারটি জোক্স করে না।
No comments:
Post a Comment
comment