ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

Thursday, June 1, 2017

আই লাভ মিডাআলু



ভালবাসার গল্প, প্রেমের গল্প, ভালোবাসার গল্প, valobashar golpo
নিলা= এই বয়রা এই দিকে আসেন, কোথায় যান?
মাহফুজ= পরাইতে যাই, ডাক দিয়েছ কেন?
নিলা= গতকাল যে আপনাকে দুইটা আমি দিয়েছিলাম, আপনে সেগুলো সাবিকুন কে দিছেন কেন?
মাহফুজ= আরে তোমার আম পকেটে নিয়া ঘুরতে আমার আন-ইজি লাগতাছিল, এই কারণে ওকে দিয়েদিছি।
নিলা= দুইটা আম কেরি করতে এতো কষ্ট, হায় আল্লাহ কোথায় যামু, ঠিক আছে, দিয়ে দিছেন, খুব ভাল করছেন, কিন্তু সাবিকুনকেই কেন দিলেন? অন্য কাউকে দিতে পারলেন না?
মাহফুজ= কেন? সাবিকুনকে দিলে কি সমস্যা? কত সুইট, সুন্দর একটা বাচ্চা।
নিলা চেচিয়ে বলল= ও সুন্দর বাচ্চা আপনাকে কে বলছে, ও একটা বান্দর বাচ্চা। আপনে জানেন ও আমাকে কি বলে ডাকে
মাহফুজ= কি বলে ডাকে?
নিলা= মিডা আলু, কে জানি ওকে শিখাইয়া দিছে।
মাহফুজ= মিডা আলু! মানে মিষ্টি আলু
নিলা= হুম
মাহফুজ= খুব সুন্দর নাম তো,
নিলা= খুব সুন্দর নাম না? ভালো, আজকে থেকে আপনে আমার সাথে কথা বলবেন না।

মাহফুজ নিলা কে দুই-তিন বার ডাকার পর কোন সারা না পেয়ে নিজের গন্তব্যের দিকে হাটা শুরু করে আর মনে মনে নিলাকে নিয়ে ভাবতে থাকে। এত বড় মেয়ে একটা বাচ্চার সাথে রাগ করে, আর রাগ ঝারে আমার উপর। কালকেই আবার নিজেই থেকেই আবার আমার সাথে কথা বলবো। জানিতো।

পরের দিন পরাতে যাওয়ার সময় আবার নিলা মাহফুজকে ডাক দেয়
মাহফুজ= কি আমার সাথে না কথা বলবা না? এখন ডাক দিছ কেন?
নিলা= এতো ভাব নেয়ার কিছু নাই, কোথায় যান?
মাহফুজ= পরাইতে যাই।
নিলা= আপনার স্টুডেন্ট কি ছেলে না মেয়ে?
মাহফুজ= মেয়ে
নিলা = কোন ক্লাসে পড়ে?
মাহফুজ= টেনে
নিলা= সুন্দরী?
মাহফুজ= হুম, অনেক সুন্দরী।
নিলা= পছন্দ হয়? প্রেম-টেম করেন নাতো?
মাহফুজ= সবাই কে নিজের মত ভাব কেন?
নিলা= সবাইকে নিজের মত ভাবি মানে? আমি কার সাথে প্রেম করছি?
মাহফুজ= তাহলে তোমার এত জলতাছে কেন?
নিলা= আমার কই জলতাছে?
মাহফুজ= আমি জানি তোমার জলতাছে, আমার স্টুডেন্ট সুন্দরী এই কারণে তুমি জলতাছ
নীলা= কচু জানেন আপনে।
মাহফুজ= আমার আন্দাজ কখন ভুল হয়না।
নিলা= আপনার আন্দাজ ১০০ পারসেন্ট ভুল।
মাহফুজ= ok I am wrong, এখন কি আমি আসতে পারি।
নিলা= দাঁড়ান, আপনার সাথে আরেক টা কথা আছে।
মাহফুজ= কি কথা?
নিলা= আগামিকাল কামরুলের গায়ে হলুদ, জানেন আপনে?
মাহফুজ= এইটা কোন কথা বললা, আমি জানবো না, আরে কামরুল আর লিলির সেটিংস টাতো আমিই দিছি।  
নিলা= খুব ভালো করছেন, দুনিয়াটা উদ্ধার করছেন, এইবার আমারও একটা কাজ করে দিতে হবে
মাহফুজ= কি কাজ?
নিলা= গায়ে হলুদের অনুষ্ঠান, হাতে মেহেদি দেয়া লাগবো
মাহফুজ = তো আমি কি করমু?
নিলা= আমাকে দুইটা মেহেদি কিনে দিবেন
মাহফুজ= আমার তো আর কাম নাই, তোমাকে মেহেদি কিনা দিমু
নিলা= দিবেন না
মাহফুজ= নেভার
নিলা= যদি আপনে মেহেদি কিনা না দেন তো আমি গায়ে হলুদের অনুষ্ঠানে যামু না।
মাহফুজ= তুমি না যাও, আমার কি

মাহফুজ কিনে দিবে না বললেও ঠিকই বাজারে গিয়া দুইটা মেহেদি আরেকটা চুমকি মেহেদি কিনে আনসে। বিকাল চারটার দিকে মাহফুজ সাবিকুনকে ওর বাসার সামনে আটকায়
মাহফুজ= কিরে তুই নাকি নজরুল হাজীর মাইয়ারে মিডাআলু কইয়া ডাকস?
সাবিকুন= সার, এই ছেরি একটা শয়তান, বান্দর। মিছা কতা কয় খালি
মাহফুজ= হুম, আপনে তো সত্যবাদী। ধর এই তিনটা প্যাকেট মিডাআলুরে নিয়া দিবি, দিলে তরে একটা চকবার আইসক্রিম খাওয়ামু
সাবিকুন= আমারে মারলে?
মাহফুজ= মারবনা, আমি আছি না। এই তিনটা প্যাকেট নিয়া দিবি, আর কানে কানে বলবি আই লাভ মিডাআলু। কি বলবি?
সাবিকুন = আই লাভ মিডাআলু।
মাহফুজ= আবার বল
সাবিকুন = আই লাভ মিডাআলু।
মাহফুজ= আবার
সাবিকুন = আই লাভ মিডাআলু।
মাহফুজ= জোরে
সাবিকুন = আই লাভ মিডাআলু।
মাহফুজ= আরও জোরে
সাবিকুন = আই লাভ মিডাআলু।
মাহফুজ= মুখস্ত হইসে
সাবিকুন= হুম
মাহফুজ= এইবার যা।

সন্ধার আগে মাহফুজ নিলাদের বাড়ির সামনে আবার যায়, গিয়ে দেখে নিলা আর সাবিকুন খুনসুটিতে ব্যস্ত। দুইজনের হাতে দুইটা চকবার আইসক্রিম। মাহফুজ বলতে শুরু করে
= কি তুমি দেখি তোমার জানে দুশমনের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলছো।
নিলা কোন উত্তর করে না, পাশে থেকে সাবিকুন বলে উঠে
=সার, হেয় একটা মিডা আলু আর আপনে একটা কাচা আলু
মাহফুজ= আর তুই একটা পচা আলু।  


পরের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত মাজফুজের সাথে একবারও নিলার দেখা হয়নি। সন্ধ্যার পর মাহফুজ হাঁটতে হাঁটতে গায়ে হলুদের প্যান্ডেলের ভিতরে যায়। গোলাপ ফুল, গাদা ফুলের সুগন্ধে পুরো প্যান্ডেল মৌ মৌ করছে, মহিলারা এক কোনায় বসে বসে আদা-রসুন বাটছে, ইয়ং ছেলে-পেলেরা হাত-পা ছড়াইয়া যেভাবে পারে সেভাবেই নাচছে, কিশোরী মেয়েরা ওদের পাগলামি দেখে মিট মিট করে হাসছে। মাহফুজের চোখে কোন কিছুই এড়ায় না, কিন্তু নিলাকে খুজে পাচ্ছে না।

এমন সময় প্যান্ডেলের অপর প্রান্তের একটা বাড়ি থেকে কতগুলো মেয়ে বেরিয়ে আসে, সবার পিছনে নিলা, হলুদ শাড়ী পড়া। মাহফুজের কাছে সব সময় মনে হত শাড়ী পরলে মেয়েদের কে সুন্দর লাগে এটা জাস্ট একটা মিথ, একটা স্রুতি কথা, কই টিভিতে বলিউডের কত নায়িকাদের শাড়ী পড়তে দেখলাম, কখন তো কাউকে সুন্দরী মনে হয় নাই, উলটা তারা যখন আধুনিক ড্রেস পরে তখনই বেশি সুন্দর লাগে। কিন্তু আজ নিলাকে শাড়ী পড়তে দেখে মাহফুজের সেই ধারনা একেবারে চেঞ্জ হয়ে যায়।

নিলা মাহফুজের সামনে এসে দাড়ায়, ওর মেহেদি রাঙা হাত দুটো উচু করে মাহফুজ কে দেখায়, আর বলে
= কি? কেমন?
নিলার গোলাপের পাপড়ির মত ঠোঁটে ডিঙ্গি নৌকার মত বাকা হাসি, কাজল কালো চোখে লাইটের আলো পরায় আকাশের তারার মত জ্বল জ্বল করছে। আর ওর মেয়েলি নাজুক কোমল হাতে মেহেদির ছাপ শিল্পীর কল্পনাকে হার মানাতে বাধ্য। মাহফুজ নিলার মুখের দিকে তাকাবে নাকি হাতের মেহেদি দেখবে নাকি এখনি হার্ট-এটাক করে মাটিতে পরে থাকবে, বেচারা সো কনফিউসড।
মাহফুজের বিস্ময় ভরা চোখ দেখে নিলার চোখের মনি আরও বড় বড় হয়ে গেছে। মাহফুজেক এইভাবে ঘায়েল করতে পেরে নিলাও প্রচণ্ড খুশি। নিলা এবার নীরবতা ভেঙ্গে বলতে শুরু করে
নিলা= কিছু বলবেন না?
মাহফুজ চুপ করে আছে
নিলা= থাক আপনার কিছু বলা লাগবেনা, আমি যাই।

মাহফুজ একেবারেই নিরবাক হয়ে গেছে, একেবারেই কিংকর্তব্যবিমুড়, মনে হচ্ছে ও এতক্ষণ পৃথিবীতেই ছিলনা, এমন একটা জায়গায় ছিল যেখানে কোন স্পেস নাই, কোন টাইম নাই, সুধুই মহাশূন্য।  

মাহফুজ নীলার আসে পাশে ঘুর ঘুর করছে, আজকে যেকোনো ভাবেই নিলাকে প্রপজ করবে, কিন্তু সুযোগ পাচ্ছেনা। এমন সময় মাহফুজের এক দূর সম্পর্কের ভাগিনা, নাম সুভ, ও এসে বলে- মামা দোকানে চল আইসক্রিম খাবো
মাহফুজ= দারা তোর নিলা আনটির সাথে একটা কথা আছে।

সুভর একটুও দেরি সহ্য হয়না, ও নীলার কাছে গিয়ে বলল
সুভ= এই নিলা আনটি, মাহফুজ মামা তোমার সাথে কথা বলবে।


নিলা মাহফুজের কাছে এসে জিজ্ঞেস করে
নিলা= আপনি নাকি আমার সাথে কি কথা বলবেন?
মাহফুজ= হুম, তোমার সাথে একটা আছে
নিলা = বলেন
মাহফুজ= এখন না, একটু পরে বলি।
নিলা= আপনার ইচ্ছা,

সুভ= মামা এইবার দোকানে চল
মাহফুজ= দারা বেটা একটু দেরি কর

পাঁচ মিনিট পর নিলা আবার মাহফুজ কে জিজ্ঞেস করে
নিলা= কি বলবেন?
মাহফুজ= কথা টা হল
নিলা= কি কথা?
মাহফুজ= কথা টা হল...
এমন সময় নীলার এক বান্ধবি সুমি নিলাকে এসে নিয়ে যায়
সুমি= এই নিলা এ দিকে আয়, এক্সকিউজ-আজ ভাইয়া
মাহফুজ= সমস্যা নাই

দশ মিনিট পর
প্রচণ্ড সাউন্ডে গান চলছে, চারিদিকে সবাই সবার কাজে ব্যস্ত, নিলা ওর বড় ভাইয়ের মেয়েকে কোলে নিয়ে দাড়িয়ে আছে, এই মুহূর্তে দুজন মানুষের কথা তৃতীয় কারো  পক্ষে শোনা একেবারেই সম্ভাবনা না। এটাই মোক্ষম সময় নিলাকে প্রপজ করার।
মাহফুজ= নিলা তোমার সাথে আমার একটা কথা আছে
নিলা= জানি, তারপরে
মাহফুজ= কথাটা হল, আমি তোমাকে ভালবাসি
কথাটা নীলার প্রত্যাশিত, তবে একটু লজ্জা পেয়েছে, নিলা কোন কথা না বাড়িয়ে উলটো দিকে হাটা শুরু করে।
মাহফুজ= নিলা, নিলা দারাও, নিলা... শেট

যদিও নিলা কোন উত্তর করে নাই, তবুও চুপ থাকা সম্মতির লক্ষণ, এই মনে করে মাহফুজ রিলাক্স মুডে বসে বসে ফেইসবুক ব্রাউজ করছিল। এমন সময় নিলা দুই হাতে হলুদ নিয়ে মাহফুজের সামনে এসে হাজির। গায়ে হলুদ দেয়া মাহফুজের একদম পছন্দ না, কিন্তু এখন বাধা দিলে নিজের লস, এই মুহূর্তে নীলার কাছে আত্মসমর্পণ করাও অনেক মধুর। নিলা মাহফুজের গাল হলুদে হলুদ করে কেটে পরে, আর মাহফুজ মনে মনে লুঙ্গি ড্যান্স মারতে থাকে,  যদিও সাউন্ড বক্সে তখন লুঙ্গি ড্যান্স গান চলছিল। মনে মনে লুঙ্গি ড্যান্স বন্ধ করে নিলাকে একটা ম্যাসেজ পাঠায় মাহফুজ
মাহফুজ= আই লাভ মিডা আলু
প্রতি উত্তরে নিলা রিপ্লাই করে= আই লাভ কাচা আলু



 written by

No comments:

Post a Comment

comment

Contact Us

Name

Email *

Message *