ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

Wednesday, July 26, 2017

ক্যাম্পাসে গার্লফ্রেন্ড থাকার সুবিধা- অসুবিধা

valobashar golpo, ভালবাসার গল্প, প্রেমের গল্প, ভালোবাসার গল্প
ক্যাম্পাসে গার্লফ্রেন্ড থাকার সুবিধাসমূহ
১. ক্যাম্পাসে গার্লফ্রেন্ড থাকলে আপনার কখনোই একা ফিল হওয়ার চান্স নাই! চাইলেই গার্লফ্রেন্ডকে নিয়ে যখন তখন ঘুরতে বের হয়ে যেতে পারবেন!
.
২. খাবার দাবার নিয়া আপনার টেনশন করার কোন দরকার নাই! যখন যা খেতে মন চাইবে বললেই গার্লফ্রেন্ড রান্না করে পাঠিয়ে দিবে!
.
৩. মিডটার্ম আর অ্যাসাইনমেন্ট একই দিনে পড়ে গেছে? নো টেনশন! গার্লফ্রেন্ড আছেনা! সেই অ্যাসাইনমেন্ট করে দিবে! আপনি নিশ্চিন্তে মিডটার্মের পড়া পড়তে পারবেন!
.
৪. সকালে উঠতে পারেন না? প্রায়ই সকালের ক্লাস মিস হয়ে যায়? ক্যাম্পাসে গার্লফ্রেন্ড থাকলে আপনার ক্লাস মিস হওয়ার কোন চান্সই নাই! সেই প্রতিদিন সকালে ফোন দিয়ে মিষ্টি করে ডেকে দিবে।
.
৫. ক্যাম্পাসে গার্লফ্রেন্ড থাকলে বিভিন্ন দিবসগুলোতে দামি দামি গিফট ও মজার মজার খাবার পাওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে!
.
৬. গার্লফ্রেন্ড যদি সেম ডিপার্টমেন্টের হয় তাইলে আপনার নোট করা নিয়ে কোন টেনশন করা লাগবেনা! গার্লফ্রেন্ডই সব নোট করে দিবে!
৭. এছাড়াও ক্যাম্পাসে গার্লফ্রেন্ড থাকলে রোমান্সের সুযোগ সুবিধা তো আছেই!!!
.
ক্যাম্পাসে গার্লফ্রেন্ড থাকার অসুবিধাসমূহ
১. আপনি জেনেশুনে নিজেকে পরাধীন বানাতে চান? তাইলে ক্যাম্পাসে একটা প্রেম করেন! পরাধীন কত প্রকার ও কি কি উদাহরণসহ টের যাবেন!

২. এমনও হতে পারে গার্লফ্রেন্ডের ১০০-২০০ পেইজের অ্যাসাইনমেন্ট করতে করতে আপনার নাম শহীদের তালিকায় উঠে যেতে পারে!
.
৩. গার্লফ্রেন্ড যদি বেশি ঢংগী হয়, খালি যদি রেস্টুরেন্টে যেতে চায়, দামি দামি গিফট চায় তাইলে অল্পকিছুদিনের মধ্যেই ক্যাম্পাসের মেইন গেইটে আপনার থালা নিয়া বসতে হতে পারে!
.
৪. আর গার্লফ্রেন্ড যদি অতিরিক্ত পরিমাণ রাগী হয় তাইলে তো আপনারে সারাদিন খালি ঝারির উপরে রাখবে! পাশাপাশি শ্যাম্পু কিনে হলের সামনে দিয়ে আসা, কলম কিনে দিয়ে আসা, বাজার করে দিয়ে আসা সহ বিভিন্ন কাজ করাতে করাতে আপনার জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে ফেলবে!

এখন আপনিই ঠিক করেন, আপনি কি ক্যাম্পাসে প্রেম করতে চান, নাকি চাননা 😊
লেখা: সাদী_খান

No comments:

Post a Comment

comment

Contact Us

Name

Email *

Message *