ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

Sunday, September 17, 2017

প্রেমিকার ভালোবাসা

valobashar golpo, ভালবাসার গল্প, প্রেমের গল্প, ভালোবাসার গল্প
একদিন ফার্মগেটের ওভারব্রীজ থেকে নীচে নামার সময় একটা পোস্টার চোখে পড়লো “টিউটর দিচ্ছি/
নিচ্ছি”। নীচে আকর্ষনীয় বেতনের হাতছানি। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুয়া বাচ্চাকে পড়াতে পারলে এত্তো টাকা??! ঢাকাতে নিজের থাকা-খাওয়ার খরচতো উঠে আসবেই সেই সাথে কিছু শখ-আহ্লাদও পূরন করে ফেলা যাবে! যেইভাবা সেই কাজ পোস্টারে দেওয়া ফোন নাম্বারে ফোন করে রেজিষ্ট্রেশন করে ফেললাম।

সপ্তাহ দুয়েক পরের কথা। বিকেলে বাইরে যাবো বলে রেডী হচ্ছি এমন সময় ফোন আসলো। ওরা জানতে চাইছে ম্যাপললীফে ক্লাস এইটে পড়া এক ছাত্রীকে পড়াতে যেতে পারবো কিনা। ধানমন্ডিতে ছাত্রীর বাসায় গিয়ে পড়াতে হবে। আমিতো একপায়ে খাড়া। রাজি হয়ে গেলাম। পড়াতে যেতে হবে আগামীকাল থেকেই। আমি বাসার ফোন নাম্বার নিয়ে ছাত্রীর বাসায় ফোন করলাম। ফোন ধরলেন ছাত্রীর মা। কি সুন্দর গলা ওনার, আহা! ভীষন ভদ্র। আমার সাথে বিস্তারিত ফোনেই অনেক আলাপ সেরে নিলেন। বললেন দুপুরে মেয়েকে স্কুল থেকে বাসায় নামিয়ে দিয়ে উনি গাড়ী নিয়ে ওনার বুটিক শপে গিয়ে বসেন কিন্তু আমি যেনো দুপুরের পর পরই ওনাদের বাসাতে পড়াতে চলে যাই কারন বিকেলে আমার নয়া ছাত্রীর নাকি আবার নাচের ক্লাস আছে। আমিতো ভাবছি এই সেরেছে!

ছাত্রীর বাসায় প্রথম যাবো অথচ বাড়ীতে অভিভাবক কেউ থাকবেননা…ব্যাপারটা কেমন হবে। যাহোক, সাত-পাঁচ ভাবতে ভাবতে দিনটা চলে গেলো। পরেরদিন দুপুরে পৌছে গেলাম ধানমন্ডির বাসাতে। কলিংবেলে চাপ দিয়ে একটু অপেক্ষা করতেই দরজা খুলে দিলো সুন্দরী এক তরুনী। আমি আন্দাজ করার চেষ্টা করলাম বয়স উনিশ-কুড়ি বছর হবে।
এমন সময় প্রশ্ন ছুঁড়ে দিলো তরুনী। আমি আমার আসার কারন বললাম। একটু মৃদু হেসে দরজা ছেড়ে দিলো তরুনী। ভেতরে আসার পথ দেখালো। বললো, আপনার নাম নিলয় আমি জানি। আমি আনিকা। আপনার ছাত্রীর একমাত্র বড়বোন। মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনতে শুনতে ড্রয়িং রুমের সোফাতে বসলাম।

আমার ছাত্রী এলো। আমি বই-খাতা-সিলেবাস নিয়ে আসতে বললাম। ও জানালো এখানে ড্রয়িং রুমে নয় ওর আলাদা রুম আছে পড়ার টেবিলটাও সেখানে। যাহোক, ছাত্রীকে একটু জিজ্ঞাসা টিজ্ঞাসা করে বুঝলাম বেশ মেধাবী সে। আমার বেশী খাটা-খাটুনী করা লাগবেনা।

সপ্তাহে চারদিন করে পড়াতে শুরু করলাম। এরমধ্যে তিনদিনই আনিকার সাথে দেখা হতো। প্রতিদিন ওর হাসিমুখ দেখে ঘরে ঢোকাটাকে দারুন উপভোগ করতাম আমি। আনিকার কথা সারাদিনই মাঝেমাঝে ভাবতাম। ওর মুখের স্নিগ্ধ সরলতা আমাকে মুগ্ধ করতো। চিন্তা করতাম একান্ত নিজের করে ওকে পেলে আমার জীবনটা মন্দ হতোনা। আনিকা মাঝে মাঝেই ওর ছোটবোনের পড়াশোনার ব্যাপারে আমার সাথে
কথা বলতো। এদিকে ক্লাস টেস্টে আমার ছাত্রী বেশ ভালো করা শুরু করলো। আমিও ওদের পরিবারের সবার সঙ্গে বেশ ফ্রী হয়ে ঊঠলাম। এরমধ্যে কয়েকদিন পরেই আমার জন্মদিন এসে পড়লো। ওইদিন
ছিলো আমার ছুটির দিন। আমার ফেসবুক ওয়াল আর মোবাইল ফোনের ইনবক্স বন্ধুদেরমেসেজে মেসেজে এক্কেবারে পরিপূর্ণ। সবাই আমাকে এত্তো ভালবাসে দেখে মনটা বারবার আনন্দে ভরে উঠছিলো। সবার মেসেজের রিপ্লাই দিচ্ছিলাম। দেখি আমার ছাত্রীও ফেসবুকে আমাকে উইশ করেছে।

 মোবাইলফোনের মেসেজ এর রিপ্লাই দিতে গিয়ে দেখলাম একটা আননোন রবি নাম্বার থেকে দারুন গোছালো উইশ ওয়ালা একটা মেসেজ। আমি কৌতুহলবশতঃ কল করলাম ওই নাম্বারটাতে। ওপাশ থেকে এক তরুনীর হাস্যোজ্জ্বল কন্ঠস্বর ভেসে আসলো। আমার খুব পরিচিত লাগলো কিন্তু ঠিক ধরতে পারছিলামনা কে। ওপাশ থেকে বেশ কিছুক্ষন খুনসুটি করার পর হঠাৎ হাসি থামিয়ে জানালো, আমাকে চিনতে পারলেননাতো??!! আমি আনিকা! আমি ভীষন অবাক হলাম আনিকার কাছ থেকে রেসপন্স পেয়ে। ও আমার কাছ থেকে মজা করে জানতে চাইলো কবে ট্রীট দেবো। আমি ওকে আর আমার ছাত্রীকে আজ বিকেলেই ওদের বাসার কাছেই কেএফসিতে দাওয়াত দিলাম। আনিকাকেও দেখলাম খুশী মনে রাজী হয়ে গেলো। বিকালটা যেনো আসতেই চাইছিলোনা। একটু তাড়াহুড়া করেই রেডী হয়ে ধানমন্ডি কেএফসির সামনে গিয়ে দাঁড়ালাম।

একটু পরেই দেখি ফুল আর গিফট্ হাতে আনিকা রিক্সা থেকে নামলো। নীল সালোয়ার-কামিজে ওকে যেনো একটা নীল পরীর মতো লাগছে। আমি মুগ্ধ হয়ে ওর এগিয়ে আসা দেখছি আর আমার বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। ও কাছে এসে আমার হাতে ফুল আর গিফট্ তুলে দিয়ে বার্থডে উইশ করলো। আমিও মন্ত্রমুগ্ধের মতো ওর হাত থেকে ওগুলো নিলাম। হঠাৎ খেয়াল করলাম ওর সাথে আমারছাত্রী আসেনি।

আনিকা জানালো ওর নাকি নাচের কি একটা প্রতিযোগীতাতে যেতে হবে তাই নাচের ক্লাস থেকে গ্রুপ বানিয়ে দিচ্ছে সেখানে গেছে। আনিকাকে নিয়ে কেএফসিতে দারুন একটা সময় কাটালাম আমার। অনেক অনেক গল্প হলো। দুজনের অনেক পছন্দের মিল। একই লেখক, একই রঙ বা খাবার সবকিছুতেই এতো মিল খুব সহজেই আমাদের দুজনকে আরো অনেক কাছে এনে ফেললো। ওখান থেকে বের হয়ে
সন্ধ্যার ঝিরি ঝিরি বাতাসে দুজন হাঁটতে হাঁটতে ওকে ওর বাসার কাছাকাছি এগিয়ে দিয়ে এলাম।

রাতে আমার ফেসবুক খুলে দেখি আনিকার ফ্রেন্ড রিকোয়েস্ট। একসেপ্ট করে আমার জন্মদিনে সুন্দর
একটা সন্ধ্যা বয়ে আনার জন্য ওকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মেসেজ দিলাম। কিছুক্ষন পরেই দেখি মেসেজের রিপ্লাই এসে উপস্থিত। আনিকা ফেসবুকে দারুন একটিভ। আসলে বাসায় বসে বসে সময় কাটানোর জন্য ফেসবুক দারুন কাজ দেয়। আনিকার সাথে আমার নিয়মিতই ফেসবুকে চ্যাট আর মেসেজ আদান-প্রদান হতে থাকে। আমরা প্রতিদিনের নানা কথা-বার্তা শেয়ার করতাম। নিজেদের ফটো
শেয়ার করতাম। আমার প্রতিটা ফটোর নীচে আনিকার খুনসুটিভরা কমেন্টস থাকতোই।

কবে যেনো আমাদের ‘আপনি’ সম্পর্কটা খুব সহজে ‘তুমি’ তে নেমে এসেছে। ওর কাছ থেকে পাওয়া
প্রতিটা মেসেজই আমার হৃদয় ছুঁয়ে যেত। এরমধ্যে আমার ছাত্রীর পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শেষে বেশ লম্বা একটা ছুটি। আমার কাছ থেকেও বেশ কিছুদিনের ছুটি। পরেরদিন সকালে গেলাম ছাত্রীর বাসায়। আনিকার সঙ্গে অনেকদিন দেখা হবেনা ভাবতেই বুকের মধ্যে মুচড়ে উঠছিলো। বাসায় ফিরেই ফেসবুক খুলেই বড় একটা নিঃশ্বাস নিয়ে সাহস করে চিঠিটা লিখে সেন্ড করে দিলাম।

আনিকা,
যখন তোমায় দেখি মনে শান্তি লাগে… লুকিয়ে লুকিয়ে দেখি তোমায়… যাতে তুমি না দেখতে পাও আমায়… আমি বুঝতে দিতে চাই না তোমায়… জানি তবুও তুমি বুঝে ফেল আমি যে তোমায় লুকিয়ে
লুকিয়ে দেখছি… আমি বুঝতে পারি তুমি ইচ্ছে করে আমার সামনে দিয়ে যাও যেন আমি তোমায় ভাল করে দেখি… আমি জানি তুমি আমায় পছন্দ করো কিন্তু ভালবাসো কিনা জানি না… তোমার আমার মনের টান যে কতটুকু তা তুমি ভাল করেই জানো… আমি সাহস করে বলতে পারি না যে তোমায় আমি কতটা চাই… আমি এও বুঝতে পারি তুমিও আমায় চাও… তবে বলেই ফেল না… দেখ আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারব না যা ইতিহাসে লেখা রবে কিন্তু এতটুকু জানি দিতে পারব একরাশ ভাললাগা আর ভালবাসায় মাখা মূহুর্ত…
ইতি- নিলয়

সেন্ড করার পর একটু টেনশন কাজ করছিলো। ভাবছিলাম বড়ই সেকেলে স্টাইলের চিঠি কিন্তু এতে আমার হৃদয় নিংড়ানো ভালবাসা আছে। আমি একবুক আশা নিয়ে অপেক্ষাতে থাকলাম। পুরো একবেলা চলে গেলো আনিকার কোনো একটিভিটি নেই। মেসেজটা পাঠিয়ে ভুল করলাম কিনা ভেবে অনুশোচনা শুরু হয়ে গেলো আমার। আমি এতদূর এসে আনিকাকে কোনোভাবে হারাতে চাইনা।

এমন সময় আমার ফোন বেজে উঠলো। দেখি আনিকার ফোন। দুরুদুরু বুকে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কান্নাভেজা কন্ঠ শুনতে পেলাম। আনিকা ফুঁপিয়ে কাঁদছে। আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কোনো কিছু বলার শক্তি নেই যেনো। আনিকা হঠাৎ ফোনটা কেটে দিলো।

আমি চেয়ারে ধপ করে বসে পড়লাম। চোখের সামনে আমার আর আনিকার সব স্মৃতি ভেসে উঠতে থাকলো। কতক্ষন এভাবে ছিলাম জানিনা, সংবিৎ ফিরলো মোবাইলের মেসেজ টোনে। মেসেজ খুলেই
আমি আমার জীবনের অন্যতম খুশীর দিনে পৌঁছে গেলাম। আনিকার মেসেজ! বিশাল মেসেজ!

আমার প্রিয়তম নিলয়,
আমি তোমাকে ভালবাসি। আমি তোমাকে ভালবাসি। আমি তোমাকে ভালবাসি। সেই প্রথমদিন যেদিন তোমাকে দেখেছি আর দেখেছি তোমার ওই মায়া চোখের মুগ্ধতা সেদিন থেকেই তুমি আমার হৃদয় দখল করে নিয়েছো। আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম এতোদিন। আজ আমার জীবনের সবথেকে খুশীর দিন। আমি অনেক কেঁদেছি খুশীতে। আমি তোমার ভালবাসা চাই নিলয়। আমি তোমার পাশে থাকতে চাই আজীবন। আজ বিকাল সাড়ে পাঁচটায় কেএফসিতে এসোপ্লীজ।
ইতি,
তোমার ভালবাসার আনিকা।

আমিতো খুশীতে লাফাতে লাগলাম। সাড়ে পাঁচটা বাজার আগেই পৌঁছে গেলাম ধানমন্ডিতে। দেখি গাঢ় নীলে সেজে আমার পরী ঠিক সময়মতো এসে পোঁছালো। আমি ওর হাতে তুলে দিলাম আমার ভালবাসার প্রথম উপহার সাতটি লাল গোলাপ। ও পরম আগ্রহে হাতে ধরে রইলো ভালবাসার উপহারটুকু। আজ ও কেএফসিতে যেতে চাইলো না।

আমরা হাঁটতে হাঁটতে ধানমন্ডি লেকের ধারে গিয়ে বসলাম। মুগ্ধ হয়ে আনিকাকে দেখছি। আমার আনিকা। আলতো করে ওর হাতটা ধরলাম। ওর হাতের নরম পরশ আমাকে শিহরিত করে তুললো। সন্ধ্যা নামতে লাগলো। আমাকে ছেড়ে আনিকার একটুও যেতে ইচ্ছে করছিলোনা। আমারও ওকে একদম ছাড়তে ইচ্ছে করছিলোনা। আমার কাঁধে মাথা দিয়ে অনেক্ষন বসে রইলো ও। একসময় আমরা ঊঠে হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে ওর বাসার দিকে এগিয়ে দিতে গেলাম।

আমার বাসায় ফিরে রাতে অনেক্ষন আমরা ফোনে কথা বললাম। এরপর থেকেই প্রায় প্রতিদিনই আমরা বাইরে দেখা করতাম। মাঝে মাঝে ওর ক্যাম্পাসের বাইরে দুজন মিলে বসে সময় কাটাতাম আর সুখস্বপ্নে বিভোর হয়ে থাকতাম। এভাবেই চলল, জীবন। আসলেই জীবনটা মন্দনা।।

লিখা: অরিন্দম চৌধুরী

No comments:

Post a Comment

comment

Contact Us

Name

Email *

Message *