আজকেও এই শার্টটাই পড়ে এসেছো?
'
আমি সুপ্তির কথায় কিছু বললাম।মেয়েটা বেশ রেগে গেছে।আমার চুপ থাকা দেখে সুপ্তি আবারও বললো,
-নতুন শার্টটা কোই?
"
সুপ্তির সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা করতে হয়।মেয়েটা একদিন না দেখলে পাগল হয়ে যায়।মাঝে মাঝে ভাবি, এই মেয়েটা আমাকে কেন এত ভালবাসে।
'
একটু ঘুমিয়েছিলাম।তখন সুপ্তির ফোন এসে হাজির।আমি ফোনটা ধরতেই সুপ্তি বললো,
-আমি তোমার মেসের নিচে দাঁড়িয়ে,তাড়াতাড় ি নেমে এসো।
সুপ্তির কথায় আমি একটুও অবাক হলাম না।মেয়েটা মাঝে মাঝেই এমন করে।আমি ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে।
আমি সুপ্তির কাছে যেতেই ও একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বললো,
-কাল আমার জন্মদিন।যখন বের হবে তখন এই শার্টটা পড়ে বের হবা।
আমি সুপ্তির কথায় কিছুই বলতে পারলাম না।
সেদিন যখন ওর সাথে দেখা করলাম সেদিন ও কিভাবে যেন বুঝে গিয়েছিল দুপুরে আমার না খাওয়ার ব্যাপারটা।আমাকে নিয়ে রেস্টুরেন্টে বসিয়ে খায়িয়েই তবে ছাড়লো।
'
আমি কিছু বলার আগেই সুপ্তি বললো,
-যাও এখন রুমে যাও।আর কাল কিন্তু ঠিক চারটায় আমার প্রিয় জায়গায়।কথাটি বলেই মেয়েটা রিক্সায় চেপে বসলো।আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইলাম।মেয়েটা একটু বেশীই ভালবাসে আমাকে।
"
সুপ্তি এবার একটু রেগেই বললো,
-নতুন শার্টটা কোই?
-আসলে মাসের শেষ তো।পকেটে টাকা ছিল না।আর তোমার জন্মদিনে যদি কিছু না দেই তাহলে কেমন দেখায় না।তার রুমমেটের কাছে শার্টটা বিক্রি করে দিয়ে তোমার জন্যে গিফট কিনছি।
সুপ্তি এবার আমাকে কিছু না বলে না বলে শক্ত করে জড়িয়ে ধরতেই ফোনটা বেজে উঠলো।
'
আমি ফোনটা বের করে দেখি রুমমেটের ফোন।ওর সাথে কথা বলে সুপ্তির কানের কাছে মুখ নিয়ে বললাম,
-দু হাজার টাকার কিন্তু দরকার ছিল না।
-আমি জানতাম তোমার কাছে টাকা নেই।তাই শার্টের পকেটে রেখে দিয়েছিলাম।কিন্ত ু পাগল ছেলেটা সেটা বুঝলোই না।
সুপ্তি এবার আমাকে ছেড়ে দিয়ে বললো,
-এই নাও এটা পড়ে নাও।
সুপ্তি আমার দিকে একটা নতুন শার্ট এগিয়ে দিয়ে কথাটি বললো।
আমি সুপ্তিকে কিছু বলতে যাব তার আগেই মেয়েটা বললো,
-কাল শার্টটা যখন কিনতে শপিং মলে গিয়েছিলাম তখন তোমার রুমমেটের সাথে দেখা হয়েছিল।আর ওকে নিয়েই শার্টটা কিনেছিলাম।কাল রাতে যখন ওর কাছেই শার্টটা বিক্রি করলে তখন ও আমাকে ফোনে জানিয়েছিল।তোমার সব খবর আমি ওর কাছ থেকেই পাই।
-তারমানে তুমি জানতে সবকিছু।
-হু জানতাম তো।তার জন্যেই তো একটু তাড়াতাড়ি বের হয়ে শার্টটা কিনে তারপর আসলাম।
'
আমি আর কিছু বললাম না।এখানটা বেশ নিরিবিলি।কেও আসবে না।আমি শার্টটা খুলে সুপ্তির আনা নতুন শার্টটা পড়তে সুপ্তি এসে আমাকে জড়িয়ে ধরলো।আমি এবার সুপ্তির কানের কাছে মুখ নিয়ে বললাম, -এই শার্টের পকেটে তো আবার টাকা রাখোনি?
সুপ্তি আমার কথায় মুচকি হেসে বললো,
বোকা একটা।
Abdul Ahad(অলস বালক)
'
আমি সুপ্তির কথায় কিছু বললাম।মেয়েটা বেশ রেগে গেছে।আমার চুপ থাকা দেখে সুপ্তি আবারও বললো,
-নতুন শার্টটা কোই?
"
সুপ্তির সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা করতে হয়।মেয়েটা একদিন না দেখলে পাগল হয়ে যায়।মাঝে মাঝে ভাবি, এই মেয়েটা আমাকে কেন এত ভালবাসে।
'
একটু ঘুমিয়েছিলাম।তখন সুপ্তির ফোন এসে হাজির।আমি ফোনটা ধরতেই সুপ্তি বললো,
-আমি তোমার মেসের নিচে দাঁড়িয়ে,তাড়াতাড়
সুপ্তির কথায় আমি একটুও অবাক হলাম না।মেয়েটা মাঝে মাঝেই এমন করে।আমি ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে।
আমি সুপ্তির কাছে যেতেই ও একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বললো,
-কাল আমার জন্মদিন।যখন বের হবে তখন এই শার্টটা পড়ে বের হবা।
আমি সুপ্তির কথায় কিছুই বলতে পারলাম না।
সেদিন যখন ওর সাথে দেখা করলাম সেদিন ও কিভাবে যেন বুঝে গিয়েছিল দুপুরে আমার না খাওয়ার ব্যাপারটা।আমাকে
'
আমি কিছু বলার আগেই সুপ্তি বললো,
-যাও এখন রুমে যাও।আর কাল কিন্তু ঠিক চারটায় আমার প্রিয় জায়গায়।কথাটি বলেই মেয়েটা রিক্সায় চেপে বসলো।আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইলাম।মেয়েটা একটু বেশীই ভালবাসে আমাকে।
"
সুপ্তি এবার একটু রেগেই বললো,
-নতুন শার্টটা কোই?
-আসলে মাসের শেষ তো।পকেটে টাকা ছিল না।আর তোমার জন্মদিনে যদি কিছু না দেই তাহলে কেমন দেখায় না।তার রুমমেটের কাছে শার্টটা বিক্রি করে দিয়ে তোমার জন্যে গিফট কিনছি।
সুপ্তি এবার আমাকে কিছু না বলে না বলে শক্ত করে জড়িয়ে ধরতেই ফোনটা বেজে উঠলো।
'
আমি ফোনটা বের করে দেখি রুমমেটের ফোন।ওর সাথে কথা বলে সুপ্তির কানের কাছে মুখ নিয়ে বললাম,
-দু হাজার টাকার কিন্তু দরকার ছিল না।
-আমি জানতাম তোমার কাছে টাকা নেই।তাই শার্টের পকেটে রেখে দিয়েছিলাম।কিন্ত
সুপ্তি এবার আমাকে ছেড়ে দিয়ে বললো,
-এই নাও এটা পড়ে নাও।
সুপ্তি আমার দিকে একটা নতুন শার্ট এগিয়ে দিয়ে কথাটি বললো।
আমি সুপ্তিকে কিছু বলতে যাব তার আগেই মেয়েটা বললো,
-কাল শার্টটা যখন কিনতে শপিং মলে গিয়েছিলাম তখন তোমার রুমমেটের সাথে দেখা হয়েছিল।আর ওকে নিয়েই শার্টটা কিনেছিলাম।কাল রাতে যখন ওর কাছেই শার্টটা বিক্রি করলে তখন ও আমাকে ফোনে জানিয়েছিল।তোমার
-তারমানে তুমি জানতে সবকিছু।
-হু জানতাম তো।তার জন্যেই তো একটু তাড়াতাড়ি বের হয়ে শার্টটা কিনে তারপর আসলাম।
'
আমি আর কিছু বললাম না।এখানটা বেশ নিরিবিলি।কেও আসবে না।আমি শার্টটা খুলে সুপ্তির আনা নতুন শার্টটা পড়তে সুপ্তি এসে আমাকে জড়িয়ে ধরলো।আমি এবার সুপ্তির কানের কাছে মুখ নিয়ে বললাম, -এই শার্টের পকেটে তো আবার টাকা রাখোনি?
সুপ্তি আমার কথায় মুচকি হেসে বললো,
বোকা একটা।
Abdul Ahad(অলস বালক)
No comments:
Post a Comment
comment