ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

Monday, December 4, 2017

ফেইসবুক প্রেম

valobashar golpo, ভালবাসার গল্প, প্রেমের গল্প, ভালোবাসার গল্প
রিলেশনের বয়স একটু বাড়তে না বাড়তেই আমরা ইনবক্সে বলার মতোসব ভাষা হারিয়ে বসি! যথা ,
.
-
-কি কর??
-কিছু না, তুমি?
- কিছু না.
খাইসো??
-হুম তুমি?
-আমিও খাইসি।
-হুম..
-ওকে।
-অহ...
-হুম,ওকে,আচ্ছা,অহ ছাড়া কিছু বলতে
পারো না??
-তুমি পারো না?
-না!
-ওকে।
-হুম...
.
-কি করো?
-বসে আছি,তুমি?
-শুয়ে আছি।
-অহ।
-হুমম..
-আচ্ছা।
-ওকে।
-
.
ফোন দেওয়ার পর,(রিলেশনের বয়স৪বছর)
-কেমন আছো?
-ভালো,তুমি?
-আমিও ভালো।বাসার সবাই কেমন
আছে?
-হ্যা ভালো আছে,তোমার বাসায়?
-ভালোই আছে।
*দুদিক থেকে চুউউউউউউউপ দুজনেই!
-হ্যালো/কিরে চুপ হয়ে আছো কেন?
-তুমি বলো?
-না তুমি বলো?
-না আজকে তুমি বলবা।আমি শুনবো।
-নাহ তুমি বলবা।আমি শুনবো...
-তুমি বলবা?
-নাহ।তুমি বলবা??
-ওকে বাই।
.
-সারাদিন অনলাইনে থাকো মেসেজদেওয়ার সময় পাও না তাই না?
-অনলাইনে থাকি বাট কারো সাথে
চ্যাট করি না।
-অহ।
-হুম।
-আচ্ছা।
-ওকে!!!
.
বাট একটা ব্যাপার কি জানেন?? কিন্তু তাদের যখন দেখা হয়।আবার সব কিছু আগের মতো হয়ে যায়।
ছেলেটা বক বক করতে থাকে মেয়েটা শুনতে শুনতে চুল এলোমেলো করতে থাকে।তারা দুজনেই যায় মূলত ব্রেকাপ করতে।কিন্তু তারা উলটো প্রেমে পড়ে বাসায় ফিরে আসে।

বাসায় আসার পর আবার সেই আগের মতো অবস্থা শুরু।হুম,হা,ওকে ,আচ্ছা,অহ!

গবেষণায় দেখা যায়,সমস্ত ব্রেকাপ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে! যার হাত ধরে হাটা হয়েছিল একসময় তার হাতটা ইনবক্সের দেয়ালেই সহজে ছেড়ে দেওয়া যায়। সামনাসামনি তো হেইট ইউ বলা যায়না!

No comments:

Post a Comment

comment

Contact Us

Name

Email *

Message *