১. same year মেডিকেল প্রেম : এক সময় না এক সময় ভাংগবেই ধরে রাখেন। সবচেয়ে রোমান্টিকএবং বিপদজনক প্রেম এটাই। বিয়েরসম্ভাবনা ১০%। তাও আবার মেয়ে বেশী effortদিতে চাইলে,নাইলে 0 মানে আন্ডা।
২. নন-মেডিকেল মেয়ে + মেডিকেলের ছেলে :বিয়ের সম্ভাবনা ৯০ %, যদি ছেলে মনথেকে চায়।
৩. মেডিকেলের মেয়ে + নন মেডিকেল ছেলে:এই প্রেমে যা হয় পুরোটাই বেশীর ভাগ সময়ফ্লার্টিং এবং সময়ক্ষেপন। মেডিকেলমেয়েরা কখনই অন্য প্রফেশনের কাওকে চায়না তেমন একটা, আর মেয়ের ফ্যামিলি তো প্রশ্নইআসে না। ছেলেরা এখানে খেলার পুতুল। relationছাড়া arrange marriage এক্ষেত্রে সম্ভব না।পারিবারিক চয়েস থাকলেই কেবল এই প্রেমসফলতা দেখে।
৪. প্রাইভেট মেডিকেলের ছেলে +সরকারী মেডিকেলের মেয়ে : অনেকটাই অসম্ভব,কোনও দিনই বিয়ে হবে না সফল হতে হলে ছেলেরক্ষমতা এবং টাকা পয়সা থাকা বাঞ্চনীয়।সম্ভাবনা ৩০ %।
5. সরকারী মেডিকেলের ছেলে + প্রাইভেটমেডিকেলের মেয়ে : এক্ষেত্রে হাস্যকরএকটা ব্যাপার হল, তাও মেয়ের বাবা খোজঁনিবে ছেলেটা সরকারী চাকরি করে কিনা। আরনাইলে বিয়ের সম্ভাবনা ৯০ % ই বলা যায়।
৭. govt মেডিকেলের ছেলে + govt মেডিকেলেরমেয়ে : সিনিয়র জুনিয়র হলে পুরা পাংখা প্রেমএটাই। সফলতার সম্ভাবনা ৯৫ %
৮. সিনিয়র মেয়ে + জুনিয়র ছেলে : এরচেয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারা ভালো।সফল হওয়ার সম্ভাবনা নাই।
৯. প্রাইভেট মেডিকেল ছেলে+মেয়ে : সফলতার হার ফিফটি ফিফটি ।
note: এর বাইরে exception থাকতেই পারে।exception can't be an example.......
©গালাগালির ভয়ে লেখক নাম প্রকাশে অনিচ্ছুক
No comments:
Post a Comment
comment